Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ইউনিয়ন পরিষদ

একনজরে ৭নং নারান্দী ইউনিয়ন পরিষদের তথ্যাবলি:

 

১. ইউনিয়নের নাম    : ৭নং নারান্দী ইউনিয়ন পরিষদ ।

২. আয়তন          : ১৬.১১ কিলোমিটার।

৩. লোক সংখ্যা       : নিবন্ধদিত লোকসংখ্যা ১৯৯৫৫ জন।

৪. ভোটার সংখ্যা      : ১ ।পুরুষ সংখ্যা-১০০৫৮ জন।

                  ২ । নারী সংখ্যা-৯৮৯৭ জন।

৫. গ্রামের সংখ্যা      : ৭টি।

৬. মৌজার সংখ্যা     : ৫টি।

৭. খানার সংখ্যা      : ৫১৫৭টি।

৮. মোট জমি        : ৩,৩৮৮ একর।

৯. শিক্ষিতের হার      : ৬২%।

১০.উচ্চ বিদ্যালয়      : ৩টি।

১১.দাখিল মাদ্রাসা      : ১টি।

১৩.বড় খেলার মাঠ    : ১টি, (নারান্দী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ)                     

১৪. হাট বাজার       : ৫টি।

১৫. স্বাস্থ কেন্দ্র       : ১টি।

১৭. জন্ম হার             : ২.৫%।

১৮. প্রধান উৎপাদন ফসল    : ধান।

১৯. সরকারী প্রাথমিক বিদ্যালয়  : ৬টি।

২০. বেসরকারী রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় : ৫টি।

২১. এবতেদায়ী মাদ্রাসা               : ১৫টি।

২২. জামে মসজিদ                  : ৪৩টি।

২৩. ইউনিয়ন ভূমি অফিস            : ১টি।

২৪. নদীর সংখ্যা                  : ১টি।

২৫. খালের সংখ্যা                  : ২টি।

২৬. বিলের সংখ্যা                 : ২টি।

২৭. সরকারী গভীর নলকূপ           : ২৪৫টি ও বেসরকারী গভীর নলকূপ-২০টি।

২৮. ব্যাক্তি মালিকানাধীন নলকূপ       : ৪০৬টি।

২৯. পুকুর সংখ্যা                  : ১৮৩টি।

৩০. হাঁস-মুরগীর খামার            : ২০টি।

৩১. সাধারণ খেলার মাঠ            : ১২টি।

৩২. পাঁকা রাস্তা                   : ১০ কিলোমিটার।

৩৩. কাঁচা রাস্তা                   : ৫০ কিলোমিটার।

৩৪. পাঁকা/অর্ধপাকা বাড়ি            : ৩৩৮টি।

৩৫. পাওয়ার টিলার                : ২৪টি।

৩৬. রাইছ মিল               : ২২টি।

৩৭. ব্রীজ কালভার্ট             : ২০টি।

৩৮. রিং-কালভার্ট              : ৩০৪টি।

৩৯. মুক্তিযোদ্ধা               : ১৬জন।

৪০. শহীদ মুক্তিযোদ্ধা            : ৭জন।

৪১. ঈদগাহ্ মাঠ              : ১৯টি।

৪২. হিন্দু পরিবার              : ১৪টি।

৪৩. মুচি পরিবার(রবিদাস)      : ২০টি।

৪৪. কসাই পরিবার             : ১০টি।

৪৫. গ্রাম প্রতিরক্ষা দল(পুরুষ)    : ৭জন।

৪৬. গ্রাম প্রতিরক্ষা দল(মহিলা)    : ৭জন।

৪৭. উন্নত জাতের গবাদি পুশু     : ৭টি।

৪৮. যুব সমিতি              : ৪টি।

৪৯. সমবায় সমিতি            : ৪টি।

৫০. ডাকঘর                 : ২টি।

৫১. স্যানিটেশনের আওতাভূক্ত (পরিবর্তন শীল): ৪০%।

৫৩. স্ব-মিল                 : ১টি।

৫৬. কুটির শিল্প                                   : ১০০টি পরিবার।

৫৭. পল্টি ফার্ম                                   : ২০টি।

৫৮. মৎস্য খামার                                 : ৫০টি।

৫৯. কৃত্রিম প্রজনন কেন্দ্র                             : ১টি।

৬১. ইটের ভাটা                                   : ২টি।

৬২. হাট বাজারের সংখ্যা                            : ৫টি।

৬৩. কবরস্থান                                    : ৫০টি।

৬৪. ডিসলাইন                                    : ৪৫০টি।

৬৫. এনজিও                                     : ৭টি।

৬৬. ক্লাব/সমিতি                                  :৮টি।